Wednesday, June 18, 2014

ফ্রিজের দুর্গন্ধ দূর করতে

Wed, 18 Jun, 2014 04:04 PM
স্টাফ করেসপন্ডেন্ট, বাংলামেইল২৪ডটকম
ঢাকা: ফ্রিজে যেহেতু খাবার সংরক্ষণ করে রাখা হয় সেহেতু ফ্রিজের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয় সবার আগে নিশ্চিত হতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি খেয়াল রাখতে হবে ফ্রিজের গন্ধের দিকটা।
ফ্রিজ যতই পরিষ্কার করা হোক না কেন, কয়েকদিন গেলেই ফ্রিজে দুর্গন্ধের সৃষ্টি হয়। ফ্রিজের এই দুর্গন্ধ দূর করতে পারে আপনার হাতের কাছে থাকা এক টুকরো লেবু।
 
ফ্রিজ পরিষ্কার করে লেবু টুকরো করে রেখে দিন ফ্রিজের ভেতর। লেবু শুষে নিবে আপনার ফ্রিজের বাজে গন্ধ। কয়েকদিন পর লেবু শুকিয়ে গেলে আবার নতুন করে লেবু টুকরো করে রেখে দিন। টুকরো লেবু রেখে দিলে ফ্রিজ থাকবে সবসময় দুর্গন্ধমুক্ত।
 
বাংলামেইল২৪ডটকমজেডকে

No comments:

Post a Comment